অবশেষে কসবার একাদিক মামলার আসামী জালাল মিয়া গ্রেপ্তার***
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোবারক হোসেন চৌধুরী নাছিরঃ অবশেষে কসবাস্থ জেঠুয়ামুড়া গ্রামের চোরাকারবারির গডফাদার জালাল মিয়া গ্রেপ্তার হলেন পুলিশের হাতে।
উল্লেখ্য ২৮ শে জুন ব্রাহ্মণবাড়িয়া টাইমসসহ বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় “খুটির জোর কোথায়” প্রসাশন বিষয় টি খতিয়ে দেখবেন কি?— চোরাকারবারী জালালের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হলে কসবা থানার পুলিশ নড়েচড়ে বসে।
আজ বুধবার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনের নির্দেশনায় সাব ইন্সপেক্টর মোঃ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জেঠুয়ামুড়া গ্রামের বাগানবাড়ি নামক স্থান থেকে ভোর ৬ ঘটিকায় সময় মাদক চোরাকারবারির গডফাদার জালাল মিয়া কে গ্রেফতার করে, পরে আদালতে সোপর্দ করেন। আদালত তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। এই রির্পোট লেখা পর্যন্ত আর কোন আসামী গ্রেপ্তার হয়নি অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে পুলিশ সূত্রে জানা যায়।
আপনার মন্তব্য লিখুন