১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নৌ প্রতিমন্ত্রীর লঞ্চ দুর্ঘটনার স্থান পরিদর্শন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ , ৩০ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম.আশিক নূর.নিজস্ব প্রতিনিধিঃ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি লঞ্চ দুর্ঘটনার স্থান ও উদ্ধার কাজ পরিদর্শন করেছেন।সোমবার (২৯ জুন) সকালে সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় মনিংবার্ড লঞ্চের সাথে ময়ূর লঞ্চের দর্ঘটনায় ৩২ জন নিহত হন।এখন পর্যন্ত লঞ্চটি উদ্ধার করতে পারেনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন,ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন