ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৪ দালালকে তিন মাসের কারাদণ্ড!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ২৮ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে- ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থাকা কতিপয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পালিত দালাল গুলোর কারণে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এই অভিযোগ অনেক দিনের। তারা চিকিৎসা নিতে আসা সহজ সরল মানুষের সাথে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে টাকা।শনিবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এমনই ৫জন দালালকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আটকের পর ৪জন চিহ্নিত দালালকে ৩মাসের কারাদণ্ড। এছাড়া একজনকে ২০০টাকা অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী
আপনার মন্তব্য লিখুন