ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মুহাম্মদ আফজালের মৃত্যুতে- ব্রাহ্মণবাড়িয়া ঢাকাস্থ জেলা সমিতির শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ , ২৭ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সু-সন্তান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক মহাপরিচালক, ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা ও বরেণ্য ইসলামিক চিন্তাবিদ, আলহাজ্ব সামীম মুহাম্মদ আফজাল গতকাল রাত ১০ টায় (২৫ জুন) ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তারুয়া গ্রামে বাদ জুম্মায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
বরেণ্য ইসলামি চিন্তাবিদদের মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব (মহাপরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়) মোঃ খলিলুর রহমান।
- উল্লেখ্য, সাবেক জেলা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হলে তিনি অবসরে যান।
আপনার মন্তব্য লিখুন