ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ২৬ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
তাহা রহমান ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল হক (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ধান খেত দেখতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত আজিমুল হক ওই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাসার পাশে জমির বোরো ধানের খেত দেখতে যায় আজিমুল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আজিমুল।
কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন