১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

“পাশে আছি আমরা” মানবতার এক অনন্য দৃষ্টান্ত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

  • “পাশে আছি আমরা” এ শ্লোগান ধারণ করে মানবতার পাশে দাঁড়িয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের সহধর্মিনী তিতাস পাড়ের মহীয়সী নারী প্রফেসর ফাহিমা খাতুন, (সাবেক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর -গ্রেডঃ১)
    .
    একদিন যিনি গোটা দেশের শিক্ষাব্যবস্হার প্রগাঢ় উন্নতি ও অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রেখেছেন।তিনি আজ জাতির এই ক্লান্তিকর পরিস্থিতি তথা করোনা ভাইরাস সংক্রমণকালে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়াবাসীর পাশে দাঁড়িয়েছেন মমতাময়ী জননীরুপে।
    ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাপরিবারকে সাথে নিয়ে তিনি সদর ও বিজয়নগর এলাকার সকল অসহায় মানুষকে দিয়েছেন পরম মমতার হাতছানি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা এবং সামাজিকবাবে অসহায় ও দরিদ্র মানুষের জন্য তিনি সরবরাহ করেছেন খাদ্য সামগ্রী,নগদ অর্থ। এলাকাবাসীর স্বাস্হসেবা সুদৃঢ করার নিমিত্ত ও জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নিজ উদ্যোগে গঠন করেছেন একটি শক্তিশালী মেডিকেল টিম। লকডাউনে থাকা মানুষের দুরাবস্থার কথা বিবেচনায় এনে বাসাবাড়িতে ঔষধপথ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতে এলাকাভিত্তিক গঠন করেছেন বলিষ্ঠ সেচ্ছাসেবী দল।যিনি এই জনপদেরের মানুষের কল্যান ও মঙ্গলের জন্য নির্ঘুম রজনী পাড়ি দিয়ে সদাজাগ্রত আছেন, তাঁর প্রতি বিনয়াবনত শিরে শ্রদ্ধা, মানবতার জয় হোক।
  • লেখক  স্বপন কুমার

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন