ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিস স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ১৬ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
- আজ ১৬ জুন ২০২০ মঙ্গলবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করা হয়। একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী এবং ওএমএস চাল বিক্রয় কার্যক্রম ও মনিটরিং অব্যাহত ছিল। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মন্তব্য লিখুন