১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পুত্রবধূ ও সন্তানের কাছে দু মুঠো খাবার চাওয়ার অপরাধে বৃদ্ধা মা নির্যাতিত!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ১৬ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

  1. আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়ার উপজেলার বারপাইকা গ্রামের এক সময়ের সুনামধন্য ব্যাক্তি মৃত বাবু সূর্য কান্ত বেপারীর সহধর্মিণী অসহায় বৃদ্ধ গেনোদা বেপারী  (৯১)   দুই মুঠো ভাতের জন্য  নির্মম ভাবে নির্যাতনের শিকার হন ছেলে ও পুত্র বধুর কাছ থেকে।

 

সেমবার দুপুরে দু মুঠো খাবার ও বয়স্ক ভাতার টাকা চাওয়া নিয়ে পুত্র বধুর সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে পুত্র বধু শ্বশুরির উপর ক্ষিপ্ত হয়ে এই নির্মম নির্যাতন চালায় বলে জানান নির্যাতনের শিকার এই বৃদ্ধা মা।

এই ঘটনায় ছেলে ও পুত্র বধুর বিরুদ্ধে বিচার চেয়ে গ্রামের সরদার মাতব্বরের কাছে বিচার চেয়েছে ।  কিন্তু তাদের বিচার গ্রাম্য মাতব্বরি করতে অপারগতা প্রকাশ করে এবং জানান   আগেও এই ভাবে অত্যাচার এর খবর শুনে, তাদের বাড়িতে গেলে ওই পুত্রবধু মহিলা তাদেরকে অকাত্থ ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় ।এলাকার সাহেব সর্দার গঞ্জ ওই মহিলার অভদ্র আচরন থেকে বাঁচতে কেউ  সমাধান করতে যেতে চান না।

এলাকার লোকজন আরো জানান, ওই বৃদ্ধা মহিলা গত ২মাস আগে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে বলে তার শরীররে মহামারি করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে এই বলে  তাকে ২ মাস ঘরে না রেখে বাহিরে একটি মন্দিরে সামনে রেখে দেয় এই পুত্রবধু । তাই আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের কাছে এই নির্মম নির্যাতনের সঠিক বিচারের দাবি জানান এলাকার সুশীল সমাজসহ   সাধারন জনগন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন