সরাইলে নতুন করে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , ১৪ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
- মোঃতাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ সদস্য আরাফাত হোসেন নতুন করে আক্রান্ত। বর্তমানে তিনি থানা কমপ্লেক্সের একটি নিরাপদ রুমে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে তার শরীরে এখন কোন উপসর্গ নেই। তিনি সুস্থ হয়ে উঠছেন।রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ।সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ আনাস ইবনে মালেক জানান, ওই পুলিশ সদস্য জেলা সদরে নমুনা দিয়েছিলেন, তাই সরাইলের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত নেই।সরাইল থানা অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ এ প্রতিনিধিকে জানান,দায়ত্ব পালনকালে কনস্টেবল আরাফাত হোসেনের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার করা হয়। নমুনা রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর তাকে চিকিৎসকের পরামর্শে থানা ভবনের কক্ষে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বতর্মানে চিকিৎসাধীন আছেন।
আপনার মন্তব্য লিখুন