ব্রাহ্মণবাড়িয়ায় প্রশংসার দাবিদার – **ডাঃ মোঃ আবু সাঈদ***
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১২ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মনির হোসেন টিপুঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএর’র সাধারণ সম্পাদক, স্বাচিবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস রোগীদের পরীক্ষার জন্য প্রথমবারের মতো পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।
১১ জুন ২০২০ ইং দুপুরে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার ঘাটুরায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজী বিভাগে পিসিআর ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামউল্লাহ স্যার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার প্রমুখ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় সর্বপ্রথম মেডিকেল কলেজ হাসপাতালকে প্রায়ই ১০০শত করোনা রোগীের চিকিৎসা ও ধারণ ক্ষমতা উপযুক্ত আইসোলেশন সেন্টার করেছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার চিকিৎসার ঘোষণা করেছেন। সত্যি উনি এক বিশাল হৃদয়ের মানুষ। মানুষ মানুষের জন্য এই কথাটি বিবেচনা করে বিত্তবানরা এগিয়ে আসতেন তাহলে বাংলাদেশের মানুষের কিছুটা হলেও অস্বস্তি দূর হতো
এ সকল বিষয় নিয়েই তিনি এখন পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণের কাছে প্রশংসনীয়।
আপনার মন্তব্য লিখুন