১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , ১২ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সোহেল সজীব চুয়াডাঙ্গাঃ ১২ই জুন চুয়াডাঙ্গার জীবননগরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন (৫৫)একই গ্রামের মন্টু শেখের স্ত্রী। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওই ঘটনায় অভিযুক্ত ছেলে জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সাজেদা খাতুন জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু শেখের স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে মা সাজেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে পারিবারিব বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে ছেলে জামিরুল লাটি দিয়ে পিটিয়ে মা সাজেদা খাতুনকে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা বিষয়টি ধামাচাপা দিতে নিহতের মরদেহ হাসপাতাল থেকে কৌশলে বাড়ি ফিরিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় জীবননগর থানা পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত ছেলে জামিরুল ইসলামকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন