১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সোহেল সজীব চুয়াডাঙ্গাঃ ৯ ই জুন চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গেল সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ওই ঘটনা ঘটে। আহতাবস্থায় ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হসপাতালে ভর্তি করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি একজন দিনমজুরের মেয়ে ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এঘটনায় নিশান আলী (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নিশান একই গ্রামের বেল্টু রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি বাগানে খেলা খেলছিলো ওই শিশুকন্যা। এসময় প্রতিবেশী নিশান বনভোজনের কথা বলে তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে পাশের একটি বাড়িতে। সেখানে একটি শৌচাগারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় শিশুটিকে। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার শিশুকন্যা সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। পরে প্রতিবেশি ও পুলিশের সহযোগীতায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এঘটনায় নির্যাতনের শিকার শিশুটির পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নিশানকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন