করোনায় হারালাম মনের মানুষ ড. শওকত ভাইকে—,আল আমিন শাহীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
শৈশব থেকে যে মানুষটির আদর ভালবাসা ছিল নিখাদ, ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া ব্যাংক কলোনীর বাসিন্দা , ঢাকা কমার্স কলেজের শিক্ষক ড.এ এম শওকত ওসমান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ জুন সকাল ৬ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিওন) । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। উনার বড়মেয়ে ডাক্তার ফিয়ানা একজন করোনাযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ এর ছোট ভাই সংস্কৃতি সাথী সাবেক এমপি মরহুম ফজিলাতুন্নেছা বাপ্পি. সেনা কর্মকর্তা শাখাওয়াত, সাবেরিনের বড় ভাই। পারিবারিক সূত্র জানায় মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চাই, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন।
ঢাকা থেকে শওকত ভাই প্রায়শ ফোন করতেন ব্রাহ্মণবাড়িয়ায় কোন ঘটনা ঘটলে খুটিনাটি জানতে চাইতেন। কয়েতদিন অঅগেগও ফোন করে দুঃখ করে বলছিলেন , শাহীন করোনায় একের পর একজনকে অঅমরা হারাচ্ছি। তিনি আমাকেও সর্তক থাকার উপদেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া আসলে দেখা হলে কি যে খুশী হতেন। বলতেন ঢাকা আস না কেন, কত হাজারবার যে তিনি ঢাকায় উনার ওখানে দাওয়াত দিয়েছেন। ছোটবেলায় সংস্কৃতিচর্চায় তিনি উৎসাহ দিতেন, ফোনে বিভিন্ন সেবাকাজকে উৎসাহিত করতেন। সেই মানুষটি নেই ভাবতে কষ্ট লাগছে।
লেখক- আল আমিন শাহীন
সাংবাদি, কলাম লেখক।।
আপনার মন্তব্য লিখুন