১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

চুয়াডাঙ্গায় সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ,গোডাউন সিলগালা,তদন্ত কমিটি গঠন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ৮ জুন ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সোহেল সজীব চুয়াডাঙ্গাঃ আজ ৮ ই জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর ২ টি গোডাউন থেকে সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে তাৎক্ষনিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের সাতগাড়ীতে ২টি গোডাউন রয়েছে। রবিবার রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার গায়ে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। এ সময় গোডাউন মালিক নজরুল বলেন, চালের মালিক আলমডাঙ্গার গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে। নজরুলের কথায় অসংগতি লক্ষ্য করায় উপজেলা নির্বাহী অফিসার গোডাউন দুটি সিলগালা করে দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন