১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , ২৮ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সীমান্তে বিদ্যমান কড়াকড়ি শিথিলের চিন্তা-ভাবনা করছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশগুলো। ইতোমধ্যে লুক্সেমবার্গ সীমান্তে কড়াকড়ি কিছুটা শিথিল করেছে জার্মানি। ডেনমার্ক, হাঙ্গেরিসহ আরো কয়েকটি দেশ সীমান্ত খুলে দেয়ার পথে এগোচ্ছে। জার্মানি আসছে ১৫ জুন থেকে ইইউসহ যুক্তরাজ্যেও নাগরিকদের সীমান্ত খুলে দেয়ার কথা ভাবছে। পর্যটনের উপর নির্ভরশীল দেশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে সীমান্ত খোলার পক্ষে এগোচ্ছে গ্রিস। ১ জুন তুরস্কের সঙ্গে থাকা সীমান্ত খুলে দিচ্ছে সাইপ্রাস। অন্যদিকে ডেনমার্ক তাদের সীমান্ত নিয়ম-কানুনে কিছুটা সংশোধনী এনেছে, তাতে যুগলদের জন্য একে অপরের সঙ্গে দেখা সাক্ষাত করার সুযোগ সহজ হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দেশটিতে আরোপ করা কড়াকড়ি শিথিলের পরিকল্পনা করছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন