আজ ঈদুল ফিতর– ব্রাহ্মণবাড়িয়া টাইমস পরিবারের পক্ষ থেকে “ঈদ – মোবারক”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ , ২৫ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
উঠোনের কোনায় গোধূলির পড়ে দিনটা গেছে কবে, চাঁদ উঠেছে
শুনলাম সবে লোকের হাস্য কলরবে জীবন নামের ভাঙা তরী আজ নতুন কুলের খুঁজে অনাহারি ভাই অন্যের অপেক্ষায় কান্নার সুর বাজে কেউ বা আবার উতাল পাতাল খুশির উৎসব এ মাতে পথে পথে যায় শুভেচ্ছা বিলায় আঁধারের এই রাতে কারো মুখে হাসি কেউ বা কাঁদে কেউ বা আবার মুখে হাসি দিয়ে কান্নায় বুক বাঁধে
কারো মুখে খাবার এর অফুরান স্বাদ, তবু খুশি নেই আনন্দ বিলীন এরপরেও ব্রাহ্মণবাড়িয়া টাইমস পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক।
মনির হোসেন টিপু
সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়ার টাইমস
আপনার মন্তব্য লিখুন