৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , ১৭ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীর মিয়া (৪৮) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার বাড্ডা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার মৃত লিল মিয়ার ছেলে জাজাঙ্গীর মিয়াকে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কয়েক ঘন্টা পরই পরই লোকজন সলিমগঞ্জ ইউনিয়নে কাদৈর-কুড়িনাল সড়কের পাশের বিলে ব্যবসায়ী জাহাঙ্গীরকে রক্তাক্ত ক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে লোকজনকে সংবাদ দেয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত্যু বরন করেন। নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ‘লাশের মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে হত্যাকান্ডটি ঘটেছে তা খতিয়ে দেখতে এবং হত্যাকারীদের ধরতে পুলিশ রাতেই অভিযানে নেমেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন