ত্রাণের দাবিতে চেয়ারম্যান অফিস ঘেরাও বিক্ষোভ!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ , ১৩ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিতরা। ১২ মে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে স্থানীয় রিকশা শ্রমিক, রাজমিস্ত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে ত্রাণ সহায়তার জন্য তালিকায় বিত্তবানদের নাম থাকলেও ঠাই হয়নি গরীবদের নাম। ত্রাণের নামে বার বার আইডি কার্ড নিলেও এই ইউনিয়নের যারা প্রকৃত পক্ষে গরীব, তাদের অধিকাংশই সরকারের ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে নিম্ন আয়ের মানুষ পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিক্ষুব্ধরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কমানা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই গ্রাম পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
আপনার মন্তব্য লিখুন