স্বনামধন্য বেসরকারি স্কুলের কাণ্ডজ্ঞানহীন নোটিশ!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , ৮ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সারাপৃথিবী যেখানে মহামারী করোনায় স্থবির,বিশ্ব অর্থনীতির চাকা অচল বললেই চলে সেখানে ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য বেসরকারী একটি স্কুলের কাণ্ডজ্ঞানহীন এমন নোটিশ!!
যেখানে খেঁটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে কোটিপতিরাও কালকের আহার কি হবে তার চিন্তায় নিদ্রাহীন রাত পার করছে,বাসাভাড়া না দিতে পেরে মানুষ গ্রামে চলে যাচ্ছে,ঈদ উপলক্ষে কোটি কোটি টাকার গার্মেন্টস সামগ্রী স্টকে থাকার পরও জননিরাপত্তার কারণে বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের সচেতন মহল মনে করেন, যেখানে কবে নাগাদ স্কুল খুলবে তারই কোন নিশ্চিয়তা নেই সেখানে কেন স্বনামধন্য সূযমুখী স্কুল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীন হঠকারী সিদ্ধান্ত..!!
অনেকে ডিফেন্ড করতে পারেন যে,বেতন না দিলে শিক্ষকরা কিভাবে চলবে, ভাই দোকান,অফিস না খুললে অভিভাবকেরা কি খাবে..?এখানে স্কুল কমিটির কী কিছুই করণীয় নেই..?
ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিকদের মন্তব্য আশা করছি।
আপনার মন্তব্য লিখুন