১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এসব কি হচ্ছে~~

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , ৬ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

চারদিন আগে টিভিতে দেখলাম অনেক নতুন ডাক্তার আর নার্স নিয়োগ দেয়ার খবর। খুব খুশি হয়েছিলাম খবরটা দেখে।
আজ আবার দেখলাম শপিংমল খুলে দেয়ার খবর।

বিষয়টা বুঝলাম না।
শপিংমল যদি খুলেই দিবে তাহলে নতুন ডাক্তার নিয়োগের কি দরকার ছিলো ? মনে হচ্ছে তাদেরকে ডেকে এনে নিয়োগপত্রের জায়গায় পরপারে যাওয়ার টিকিট দেয়া হচ্ছে নাতো?

বরং ডাক্তার আর পুলিশকে ঝুঁকিভাতাটা না দিয়ে দোকানদারদের দেয়া হোক। মানুষের জীবনের চেয়েও যখন ঈদের শপিং করা জরুরি তখন আর কি বলবো!
আরও বলতে চাই
ডাক্তার, পুলিশ আর সেনাবাহিনিকে মাঠে রেখে ঝুঁকিতে ফেলার কি দরকার? তাদের জীবনের কি কোন মূল্য নেই?

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন