ইউপি চেয়ারম্যান আবদুল হক ও তাজুল ইসলাম আমাকে প্রাণনাশের হুমকী দিচ্ছেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
বৈষিক করোনার দুর্যোগে সরকারি চাউল বিতরণের ক্ষেত্রে জনগণের বক্তব্যের উপর দুর্নীতি-অনিয়মের একটি রিপোর্ট করায় সদরের বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক,তার পুত্র, মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, তার পুত্র প্লাবন সহ অজ্ঞাত নামা ৩৫/৪৫ জন দুর্বৃত্ত আমাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকী দিয়ে আসছেন
। পাশাপাশি তারা আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিত্র্যা ও বানোয়াট ( ভিডিও ডার্বিং) এর মাধ্যমে ফেইক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর অপ-প্রচার চালাচ্ছেন। যাহা সম্পূর্ণ মানহানিকর ও আইন বহিভূত ।
উক্ত বিষয়ে আমার সম্পাদক পরিষদের সদস্যবৃন্দসহ সিনিয়র সাংবাদিক মহলের পরামর্শে বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হককে প্রধান আসামী, তার পুত্র এবং মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও তার পুত্র প্লাবনসহ ৩৫/ ৪০ জনের নাম উল্লেখ্য করে সকল তথ্য প্রমানের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে ।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের সকল সচেতন নাগরিকের কাছে আমি এই বিষয়ে সহযোগিতা প্রত্যাশী
—————————
শরীফ মাহমুদ
প্রধান সম্পাদক
সময়কাল.প্রেস
আপনার মন্তব্য লিখুন