২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা ইলিসা গ্র্যান্ডটুর শরীরে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

Elisa Granato বয়সঃ ৩২ নাম জানার কথা নয়। অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা প্রথম তার শরীরে দেয়া হয়। শরীরে এন্টিবডি তৈরি হলে তাকে দেয়া হবে করোনাভাইরাস। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে। কোনদিন দেখা বা চেনা হবেনা এমন লাখো কোটি মানুষের জন্য সে নিয়েছে এই ঝুঁকি।
এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক বীরের নাম আমরা কোন দিনই জানবোনা।

নাম না জানলেও যেন না ভুলি, মানুষ মানুষের জন্য এই চেতনায় অনেকে কাজ করে বলে আমরা এখনো দিন বদলের স্বপ্ন দেখি।

করোনা ভাইরাস যদিও একটি বৈশ্বিক দুর্যোগ। তবুও এটি গোটা বিশ্বকে একটি মেসেজ দিয়ে গিয়েছে। সেটি হলোঃ আমরা যেনো না ভুলি মানুষ মানুষেরই জন্যে। জীবন জীবনেরই জন্যে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন