খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর — লাশ দাফনে নিজ এলাকায় বাধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মনির হোসেন টিপুঃ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ড হল শিশু হত্যা করা, এমনকি যুদ্ধক্ষেত্রেও শিশু হত্যা নিঃসন্দেহে নিন্দনীয় ও জঘন্যতম অপরাধ।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরঅতি আদরের কনিষ্ঠ সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার
অতি আদরের ছোট ভাই মাত্র আট বছরেরশেখ রাছেলের খুনি
ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মাজেদ এর ফাঁসি গতরাতে কার্যকর হয়েছে। জাতক মাজেদের নিজ এলাকায় লাশ দাফনে বাধা প্রদান করে পরবর্তীতে তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ লাশ দাফন করে।
কি অপরাধ ছিল আট বছরের শিশুটির সে দিন শেখ রাছেলকে হত্যা করতে কি একটুও বুক কাঁপেনি খুনি মাজেদের! পাপ বাপকে ও ছাড়ে না,এ কথা আজ প্রমাণিত হয়েছে খুনি মাজেদের ফাঁসির রায় বাস্তবায়নের মধ্য দিয়ে।
আপনার মন্তব্য লিখুন