স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লকডাউন বাস্তবায়ন কমিটি করার আহ্বান– জেলা ছাত্রলীগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ জরুরী এক প্রেস বিজ্ঞপ্তিে জানান
জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে প্রত্যেকেটি দেশ আজ কঠিন ক্লান্তি কাল অতিবাহিত করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও আজ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনায় জর্জরিত। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া তে ৫জন করোনার রোগীর সন্ধান পাওয়ায় জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা কে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এমতাবস্থায় পুরো জেলাকে লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র জরুরী সেবা ব্যতীত সকল দোকান পাট এবং জনগনের বাড়ি থেকে বহির্গমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানবিক ছাত্র সংগঠন হিসাবে জেলা ছাত্রলীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে, নিজের এলাকা এবং জনগনের স্বার্থে প্রত্যেক এলাকায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করে স্বানীয় জনপ্রতিনিধি, এলাকার গনমান্য ব্যক্তিদের সাথে সম্বনয় করে লকডাউন সুনিশ্চিত করার জন্যে জেলা ছাত্রলীগের পক্ষথেকে নির্দেশ প্রধান করা হল।
নির্দেশক্রমে
সভাপতি/সাধারণ সম্পাদক
রবিউল হোসেন রুবেল/শাহাদাৎ হোসেন শোভন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
আপনার মন্তব্য লিখুন