ঘর বন্দী ও দিনমজুরদের দেখার কেউ নেই, ত্রাণের দাবিতে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্য নানামুখি উদ্যোগ নিয়েছে। বিশেষত, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তার আওতায় তালিকা করে বাড়ি বাড়ি খাবার পৌছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি নির্বাচিত মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি ও মন্ত্রীদের জাতির এই ক্রান্তিলগ্নে খাদ্য সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু গাইবান্ধা জেলার সাতটি উপজেলার বিভিন্ন গ্রামে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কাছে এখনও সরকারের খাদ্য সহায়তা পৌছেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ খবর নিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তারা। ফলে চরম খাদ্য সংকটে অনাহারে-অর্ধাহারে দিন যাচ্ছে তাদের।বাধ্য হয়ে সরকারের নজরে আসতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ফাঁরাজ খাঁর বাজারে প্রায় পাঁচ শতাধিক এসব ঘরবন্দি দিন আনা দিন খাওয়া মানুষগুলো খাবারের দাবিতে রাস্তায় মানববন্ধন করেছেন।
আপনার মন্তব্য লিখুন