১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ঘাতক মাজেদের বুলেটেই জর্জরিত হয়েছিল শিশু রাসেলের বুক

মেহেদী হাসান মুকুট

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মেহেদী হাসান মুকুটঃ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডে এই মাজেদই শিশু শেখ রাসেলের বুককে জর্জরিত করেছিল। সেদিন শেখ রাসেলের আর্তনাদ তার মনকে একটুও নারাতে পারেনি।

সে কতটা বর্বর, পাষন্ড, নির্দয়, অমানুষ ও বিবেকহীন হলে এমন নিষ্পাপ শিশুকে মায়ের কাছে নেয়ার কথা বলে এমন নিষ্ঠুর কাজ করতে পারে। এ মাজেদ ছিল শিমারের থেকেও নিষ্ঠুর। এই ঘাতক ৩রা নভেম্বর জেল হত্যায় অংশগ্রহণ করে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করে।

এর পুরষ্কার স্বরূপ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বঙ্গভবন সহ বিভিন্ন বড় বড় পদে ভূষিত করে কাজ করার সুযোগ করে দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন