ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান
নির্বাহী সম্পাদক প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে শহরের টি,এ রোডে সংগঠনের কার্যালয়ে বেসরকারী শিক্ষক
কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রদত্ত পিপিই তুলে দেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।
এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্টএসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে আল-আমিন শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আরজু,কাউছাাা ইমরান,মফিজুর রহমান লিমন সহ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জেলায় কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন