করোনা নির্মূলে লাখ কোটি টাকা দাবি করা যুবক গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রাবণ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাঠুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আশিক মিয়ার ছেলে।
পুলিশশ জানায়, গত কিছুদিন আগে প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্ব থেকে বিদায় করতে এক লাখ কোটি দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এসময় ওই ভিডিওতে সে দাবি করে সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন সায়েন্সের ছাত্র। তার চোখে করোনা ভাইরাস স্পষ্ট দেখেছেন। বাংলাদেশ থেকে এই ভাইরাস নির্মূল করতে ২৫হাজার কোটি টাকা তাকে দিতে হবে।
তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেফতারের দাবি উঠে। অবশেষে সরাইল নোয়াগাঁও তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।
আপনার মন্তব্য লিখুন