ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্করিপোর্ট;-আজকে ইতালির চোখে জল,হৃদয়ে রক্তক্ষরণ!!চারদিকেই আজ শুধু শূন্যতা কোনভাবেই থামছে না মৃত্যুর মিছিল।সারা ইতালিতে রেড এলার্ট জারি করে ও থামানো যাচ্ছেনা মৃত্যুর সংখ্যা!ভালো নেই ইতালি!ভালো নেই ইউরোপ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানবাধিকারের দেশ।স্বপ্নের দেশ ইতালি এখন আর স্বপ্নের দেশ নেই।হয়ে গেছে মৃত্যুপুরী,আসে পাশে শুধু এম্ভুলেন্স আর মৃত্যুর মিছিল!
আপনার মন্তব্য লিখুন