৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

জহির রায়হান

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জহির রায়হান : আখাউড়ায় ইতালী প্রবাসীকে কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) আখাউড়া ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামে এই জরিমানার ঘটনা ঘটে।

পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আখাউড়া ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ গ্রামের ৫টি পরিবারের বিভিন্ন দেশ থেকে আগতদের দেখতে পরির্দশনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আগত ৫জন সুস্থ্য দেখে তাদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

ভ্রাম্যমাণ আদালতের টিমটি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন তাদের। এসময় রোমান খন্দকার (২৮) নামে এক ইতালী প্রবাসীকে কোয়ারেন্টাইন আদেশ অমান্য করে পরিবার ও গ্রামকে ঝুকির মধ্যে ফেলায় তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।

এসময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, ধরখার পুলিশ ফাড়ির পরির্দশক প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, এই অভিযান অব্যহত থাকবে এবং কেউ কোয়ারেন্টাইন আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন