চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত এলাকায় উত্তেজনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ , ১৫ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৪-০৩-২০)আটকের দুই ঘন্টা পর চুয়াডাঙ্গায় পুলিশি হেফাজতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান নিহত হয়েছে। আজ শনিবার রাত ৭টা দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার বিকাল ৫টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান ও হাবিবুর রহমান জয়রামপুর রেলস্টেশনের পাশে বসেছিল। এ সময় ২ মোটরসাইকেলে পুলিশের সদস্যরা তাকে আটক করলে স্হানীযরা তাদেরকে বাধা দেয়। পরে দামুড়হুদা থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এরপর জাহিদ পুলিশ হেফাজতে অসুস্হ হয়ে পড়লে স্হানীয় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মাদক সেবনরত অবস্থায় দামুড়হুদা থানা পুলিশ জাহিদ ও হাবিবুর নামের দুই জনকে আটক করে থানায় নেয়। পরে জাহিদ জিঞ্জাসাবাদের এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্হার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
আপনার মন্তব্য লিখুন