ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্ট;- ব্রাহ্মনবাড়িয়া দাতিয়ারায় আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি শিশু কিশোরদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
আজ বুধবার বিকালে আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন টিপুর আয়োজনে নিজ বাসভবনে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে সাবেক কমিশনার বীর-মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি- বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল- আমিন শাহীন সহ-সভাপতি মফিজুর রহমান লিমন
উপস্থিত ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খাঁন এস এ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল সংবাদ প্রতিদিনের চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান বাপ্পি আহমেদ সহ স্হানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মিডিয়া ব্যক্তিত্ব আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আব্বাস উল্লাহ সিকদার এর আত্মার মাগফেরাত কামনায় মাওলানা শেখ মানসুরুল হক সিরাজী মোনাজাত করেন। অথিতিবৃন্দ আনন্দ টিভির সাফল্য কামনা করে কেক কাটার মাধ্যমে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি ব্রাহ্মণবাড়িয়ায় পালন করা হয়। এ সময় আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন টিপুকে নিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ান এবং শিশু-কিশোরদের মাঝে কেক বিতরণ করেন। অনুষ্ঠানে ব্যাপক শিশু কিশোরদের সমাগম ঘটে।
বক্তারা বলেন আনন্দ টেলিভিশন খবর,বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছে সময়ের সাথে কাজেরগতি বৃদ্ধি পাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন