পুলিশ মেমোরিয়াল ডে পালন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন মোঃ আনিসুর রহমান :
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , ১ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
“পুলিশ মেমোরিয়াল ডে- উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ:
পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে ব্রাহ্মণবড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান পুলিশ লাইন্স ব্রাহ্মণবাড়িয়ায় উপস্থিত হয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় তাঁদের স্মরনে গার্ড অব অনার দেওয়া হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রীলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার “কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের” পরিবারবর্গকে সৌজন্য উপহার তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন