দাঙ্গাকবলিত দিল্লিতে হিন্দু ধর্মগুরু’রা মানবঢালের নিরাপত্তা দিয়ে মুসলমানদের জুমা আদায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
একদল হিন্দুধর্মগুরুদের মানব ঢালের নিরাপত্তার মাধ্যদিয়ে ভারতীয় মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। সোমবার কয়েকটি জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সশস্ত্র দাঙ্গাকারীরা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকরা চড়াও হলে এই সাম্প্রদায়িক সহিংসতা সূত্রপাত ঘটে।-খবর এএফপিরভাঙা গ্লাসের টুকরা, পাথর ও ধ্বংসাবশেষ পড়ে থাকা সড়কে আধাসামরিক বাহিনীকে টহল দিতে দেখা গেছে। মুস্তফাবাদের কাছের প্রধান মসজিদটির বাইরে কয়েক ডজন স্বেচ্ছাসেবী দাঁড়িয়েছিলেন। এই এলাকাটিতে দাঙ্গা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। নামাজের পর মুসল্লিদের দ্রুত চলে যেতে অনুরোধ করছিলেন স্বেচ্ছাসেবীরা।
আপনার মন্তব্য লিখুন