কন্যা ওয়ারিশরা যেন পুত্র সন্তানের ন্যায় সমান ভাগ পায়ঃ প্রধানমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘এইক্ষেত্রে আমাদের সামনে বিচারপতি বা অন্য সকলে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম বা মুসলিম আইন (শরিয়া আইন) মানতে হবে, এটা ঠিক। কিন্তু কেবল শরিয়া আইনের দোহাই দিয়ে মা-মেয়েকে বঞ্চিত করে বাবার সম্পদ যে তাদের কাছ কেড়ে নেয়া হয় তার কোন সুরাহা করা যায় কি না- আপনারা দয়া করে একটু দেখবেন। এটা করা দরকার।
এভাবেও অনেক সামাজিক অনাচার হচ্ছে। এখানে মেয়েরা বঞ্চিত হচ্ছে, অথচ আমরা শ্লোগান তুলি যে দু’টি সন্তানই যথেষ্ট। এখন দু’টি সন্তানই যদি মেয়ে হয়। তখন বাবার সম্পত্তির ভাগ স্ত্রী পাবে যতটুকু, মেয়ে ততটুকু পাবে বা বঞ্চিত হবে, এখানে কিভাবে এর সুরাহা হবে। তিনি বলেন, ‘আমি শরিয়া আইনে হাত দিতে বলবো না। কিন্তু সম্পত্তি আইনেতে তো এটার ব্যবস্থা করা যেতে পারে।’
সেখানে মেয়ে-ছেলে না লিখে যদি সন্তান লিখে দেয়া যায় তাহলে সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক তাঁর ভাগটাতো অন্তত সে পাবে। এরজন্য একটা উদ্যোগ নেওয়া দরকার।’
কন্যা ওয়ারিশরা যেন পুত্র সন্তানের ন্যায় সমান ভাগ পায়ঃ প্রধানমন্ত্রী
আপনার মন্তব্য লিখুন