আওয়ামী যুব মহিলা লীগ কমিটি বাতিল হতে যাচ্ছে !!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
বর্তমান পাপিয়া কেলেঙ্কারিতে খড়গ নেমেছে বাংলাদেশ যুব মহিলা লীগের ওপর। বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিলকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদককেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে অন্য একটি সূত্র বলছে যে শুধু সভাপতি এবং সাধারণ সম্পাদকই নয়, দ্রুত একটি আহ্বায়ক কমিটি করে ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি বিলোপের বিষয়টিও ভাবা হচ্ছে। আজকালের মধ্যে দলের সাধারণ সম্পাদক এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনসাপেক্ষে চূড়ান্ত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে ১২১ সদস্যের যুব মহিলা লীগ গঠন করা হয়েছিল। যুব মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যসহ নানা অভিযোগ অনেকদিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে পাপিয়ার এই ঘটনার পর যুব মহিলা লীগের কমিটি বাতিলের ঘটনাটি সামনে এসেছে।
আপনার মন্তব্য লিখুন