সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেআব্দুস সাত্তার, সাভার: সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা (৪৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করলেও তার নাম জানায়নি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শেলী সুলতানা দক্ষিণ বাইপাইলের ব্যবসায়ী টিপু সুলতানের প্রথম স্ত্রী। তার বাবার বাড়ি টাঙ্গাইলে। নিহতের স্বামী টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিমুলতলা এলাকায়। সে এক ছেলে ও এক মেয়ের মা।
পুলিশ জানায়, রাতে দক্ষিণ বাইপাইলের টিপু সুলতানের বাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ শেলীর লাশ উদ্ধার করা হয়। তবে সেসময় তার স্বামী কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। এসময় আশেপাশেও কাউকে পাওয়া যায়নি।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ বা হত্যাকারীকে প্রাথমিক ভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মন্তব্য লিখুন