আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ থেকে ৫৯১পিস ইয়াবাসহ ১জন কে আটক করেছে র্যাব-৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ থেকে ৫৯১পিস ইয়াবাসহ আটক ১
সাভার প্রতিনিধি,ঢাকা
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৯১পিস
ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকার হাজী রিয়াজ উদ্দিন মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানার কেবশপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। সে পল্লী বিদ্যুত এলাকার আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৯১ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম বিভিন্ন স্থান থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে ওই এলাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আব্দুস সাত্তার,
সাভার,ঢাকা
তাং ১৭.০২.২০২০ ইং
আপনার মন্তব্য লিখুন