বয়স্ক ভাতা কার্ডের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ আবেদ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
শেরপুরের শ্রীবরদীতে বয়স্ক ভাতা কার্ডের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নব্বই ছুঁই ছুঁই এক বৃদ্ধ।
বয়সের ভা’রে ন্যুয়ে পরা ওই বৃদ্ধের নাম আবেদ আলী (৮৮) তিনি শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গোশাইপুর গ্রামের মৃ’ত তমির আলীর ছেলে। সহায় সম্পত্তি বলতে এক চিলতে পৈত্রিক ভিটেতে ঘর তৈরী করে কোন রকম মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন।সেখানেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন।
বর্তমানে শরীরে শক্তি না থাকায় লা’ঠিতে ভর করে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি করে স্ত্রী’, এক মে’য়েসহ নাতি-নাতনী নিয়ে অমানবিক জীবন যাপন করছেন বৃদ্ধ আবেদ আলী। ব্যাক্তিগত জীবনে তিনি ৩ মে’য়ে সন্তানের জনক। মে’য়েদের বিয়ে দিয়েছেন।২ মে’য়ে স্বামীর সংসারেই থাকেন নিজেদের মত করে।
তবে ছোট মে’য়ে মালেহার স্বামী মা’রা গেছে কয়েক বছর আগে। স্বামী মা’রা যাওয়ার পর থেকে ২ মে’য়ে ও ১ ছে’লে নিয়ে বাবা আবেদ আলীর সংসারেই থাকেন। এ যেন ম’রার উপর খারার ঘা।
বর্তমান সরকার লক্ষ লক্ষ লোক কে বয়স্ক ভাতা দিচ্ছে অথচ আবেদ আলীর ভাগ্যে জুটেনি এখনো বয়স্ক ভাতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আবেদ আলী কে বয়স্ক ভাতা ব্যবস্থা করে সরকারের মুুখ উজ্জ্বল করুন।
আপনার মন্তব্য লিখুন