ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫ শত ৯৫ ভোট,, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন ধানের শীষ পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫ শত ১২ ভোট।
ঢাকা উত্তরে সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৬ শত ৪০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল ধানের শীষ পেয়েছেন কিলার ২ লাখ ৫২ হাজার ১ শত ৬ ভোট।
ঢাকা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র ফজলে নূর তাপস আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ঢাকাবাসীরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন