চিকিৎসা করতে আসার পথে রোগীর মর্মান্তিক মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
টাঙ্গাইলের গোপালপুরে চিকিৎসা করাতে এসে ব্যাটারী চালিত অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। সে পৌরসভার তামাকপট্রি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
জানা যায়, মরিয়ম বেগম স্থানীয় যমুনা কিনিকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ব্যাটারী চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে চাকার সাথে পিষ্ট হয়।
স্থানীয়া মূমুর্ষাবস্থায় তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন