নবীনগর সার্কেল অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এসপি মোহাম্মদ আনিসুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সার্কেল অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন।
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয় ও বাসভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মেহেদী হাসান,নবীনগর থানা অফিসার ইনচার্জ রনজিৎ রায় সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
পুলিশ সুপার বলেন, বিভিন্ন থানার সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি নবীনগর থানার সার্কেল অফিস নির্মাণের কাজ শেষ হলে মানুষের সেবার মান উন্নত ও গতিশীল হবে।
আপনার মন্তব্য লিখুন