৩০০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলেন, ছাত্রলীগের সভাপতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ , ২২ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
৩০০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে আইনের হাতে সোপর্দ করলেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছাত্রলীগের সভাপতি।
বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শের সৈনিক কুমিল্লা চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন অভি। তিনি এক দৃষ্টান্ত স্থাপন করলেন। নম্রতা ভদ্রতা সততাই পরিপূর্ণ তার জীবন যেন রাজনৈতিক কুৎসিত সময়ে এক দৃষ্টান্ত উদাহরণ অভি। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী তার কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে যেটা রাজনৈতিক জীবনে অনেক প্রয়োজন ,অনেক নেতাই আছে যারা রাজনৈতিক কোন পদ পেলে কিভাবে লুটেপুটে খাবে আর হিংস্র আচরণ করবে সেটাই যেন তাদের নেশা এবং পেশা হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রতিটি পরিবারে এমন নম্র-ভদ্র সৎসাহসী দুর্নীতি ও মাদকবিরোধী প্রতিবাদী কাজী ইয়াসিন অভির মত জন্ম হবে সে প্রত্যাশায় আছে বাংলাদেশের সচেতন সমাজ, ফিরে আসুক ছাত্রলীগের অতীতেের সুনাম ঐতিহ্য।
আপনার মন্তব্য লিখুন