শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষার্থে চোখ থাকিতে কেন অন্ধ!! ( সওজ)
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষার্থে মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করছি—
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের উপর রামরাইল ব্রীজটি ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে স্থাপিত। মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত এই ব্রীজটি। এই ব্রীজের উপর আমাদের বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর সাথে অনেক সম্মুখযুদ্ধের সম্মুখীন হয়েছেন অনেক ঘটনার সাক্ষী রামরাইল ব্রীজটি।
বিগত দিন গুলোতে এই ব্রীজটি দীর্ঘদিন নড়বর ও জোড়াতালি অবস্থায় ছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ব্রীজটি পুনরায় নির্মাণ করা হয়। দেশের ঐতিহাসিক পটভূমি ও বীরত্বপূর্ণ শহীদদের স্মতির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.অা.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী উদ্যোগে সড়ক ও সেতু মন্ত্রণালয়েরর যথাযথ কতৃপক্ষের অনুমতিক্রমে মহান ভাষা আন্দোলনের বীর সেনানী ও স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত রামরাইল গ্রামে সু-সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামানুসারে ব্রীজটির নামকরণ করা হয়।
এই মহান বীর সেনানীর নামে নাম ফলক গুলো দেখলে গা শিউরে ওঠে যা করুণ অবস্থা খুবই পীড়াদায়ক। ব্রাহ্মণবাড়িয়া সওজ নির্বাহী প্রকৌশলী একই রাস্তা বারবার সংস্কার করা হচ্ছে বীর সেনানী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাম ফলকের প্রতি কেন অবহেলা তা আদৌ বোধগম্য নয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সড়ক বিভাগের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক এই ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম ভিটা রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের উপর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা মহাসড়কের রামরাইল ব্রীজটির নামফলক দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণের অনুরোধ জানাচ্ছি। নেছার চৌধুরী
আপনার মন্তব্য লিখুন