ঢাকা বিভাগের ৮ টি জেলার- জেলা প্রশাসকদের নিয়ে বিশেষ বিভাগীয় সমন্বয় সভা নরসিংদীতে অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
গতকাল ৮ টি জেলার জেলা প্রশাসকদের নিয়ে ঢাকা বিভাগের বিভাগীয় সমন্বয় সভা নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে ঢাকা, নারায়াণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার জেলা প্রশাসকগণের সাথে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
সভায় প্রধান অতিথি বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি জনস্বার্থে সততা, স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠতার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ গাফফার খান, অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মন্ত্রিপরিষদ বিভাগ মোঃ সেলিম রেজা, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), ঢাকা বিভাগ।
আপনার মন্তব্য লিখুন