নাসিরনগর পুলিশ কর্তৃক বিপুল পরিমান গাঁজা জব্দ, আটক ৪ মাদকব্যবসায়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
অদ্য ০৩/০১/২০২০ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সঙ্গবদ্ধ মাদকচক্রের লোকজন মাধবপুর থানা এলাকা হইতে বিপুল পরিমাণ গাঁজা নাসিরনগর থানাধীন হরিপুর এলাকার নদীর ঘাটে ইঞ্জিন চালিত ষ্টিলের ট্রলার যোগে ৪/৫ জন সক্রিয় মাদক ব্যবসায়ী মাদক নিয়ে তিতাস নদীপথে হরিপুর হইতে ভৈরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে,
এই সময় অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান সঙ্গীয় এসআই কাউছার হুসাইন, এএসআই আনিছুর রহমান, এএসআই খোকন সহ ফোর্স নিয়ে সকাল ০৯.১৫ ঘটিকা কুন্ডা ভূইয়া ঘাট সংলগ্ন নাসিরনগর-সরাইল পাকা রাস্তার কুন্ডা ব্রীজের নিচে (আশা ব্রিকস এর দক্ষিণ পাশে) তিতাস নদীতে নৌকাযোগে ফাঁদ পেতে অবস্থান করেন।
কুন্ডা ব্রীজের নিচে অবস্থান করাকালে দ্রুত গতিতে পূর্ব দিক হইতে একটি ইঞ্জিন চালিত ষ্ট্রীলের ট্রলার ফাদ পেতে থাকা নৌকার কাছাকাছি আসলে ট্রলারটিকে কুন্ডা ব্রীজের নিচে থামাতে বাধ্য করা হয়। তাৎক্ষণিকভাবে অফিসার ও র্ফোস ট্রলারটিকে সন্দেহ হওয়ায় অফিসার ও র্ফোস ট্রলারটিতে উঠেই ট্রলারে থাকা আসামী ১। চাঁন মিয়া প্রকাশ চানু মিয়া (৩০) পিতা-মৃত নুরু মিয়া সাং- আহমদপুর ইউপি- ধর্মঘর থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জ ২। প্রীতিশ চক্রবর্তী (৫৭), পিতা-মৃত গোপাল চক্রবর্তী সাং-হরিপুর থানা-নাসিরনগর জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। দ্বীন ইসলাম (২২), পিতা-মোঃ আবুল মিয়া সাং-নিজনগর থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জ ৪। আবেদ আলী (২৯) পিতা-মৃত ছায়েব আলী সাং-বিষ্ণুপুর থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জদেরকে আটক করে অবৈধ মাদক সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে, তাদের বহনকৃত ট্রলারের পাটাতনের ভিতর ষ্ট্রীলের বক্সে গাঁজা ভর্তি করিয়া রাখার কথা স্বীকার ক। অতঃপর ট্রলারের পাটাতনের ভিতর ষ্ট্রীলের বক্স হইতে বাদামী রংয়ের স্কচটেপে মোড়ানো মোট ৬৪ পোটলা গাঁজা যাহার মূল্য আনুমানিক ৯,৬০,০০০/-টাকা। উদ্ধার পূর্বক ট্রলার জব্দসহ ৪ জনকে আটক মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান নাসিরনগর থানা পুলি।
আপনার মন্তব্য লিখুন