ডিউক অ্যাঞ্জেলা সহ তিন ডাক্তারের বিরুদ্ধে মামলা, ডক্টর ডিউক চৌধুরীর খুটির জোর কোথায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেতিনি ছিলেন (খ্রিষ্টান মিশন হসপিটাল) এর একজন ডাঃ,,,সেখানে দুই নম্বরি না করতে পেরে নিজেই ভাড়াকরা বাড়িতে গড়ে তুলে আগের হসপিটালের সাথে নাম মিল রেখে খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল নামের মূল কারন রোগীদের বোকা বানানো। সাধারণ রোগীরা আসলে সিজারিয়ানের মাধ্যমে চলে তার দান্ধবাজি।কিছুদিন জেতেই অঢাল সম্পদের মালিক বনে যান এই ডাঃ নামক নরপশু। সম্পদশালী হয়ে আরোও বেপরোয়া হয়ে যান ডিউক বাড়াকরা বাড়ি থেকে এবার শহরে মুন্সেফপাড়ায় গড়ে তুলেন বিশাল বহুতল ভবন ও কসাইখানা। একের পর এক রোগীর ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করেন নিরীহ মানুষদের। শহরের প্রভাবশালীদের ও প্রশাসনকে মেনেজ করেই বার বার পার পেয়ে যান ডিউক।কিন্তু এভাবে আর কত নিরীহ প্রান গেলে আমরা সজাগ হবো।এবার আর নয় বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি একটি সংবাদ লিড নিউজের পর নড়েচরে বসেছেন প্রশাসন। ভূল চিকিৎসায় ক্রিসেন্টে কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা নওসিন আহমেদ দিয়া কে হত্যার পর ফুঁসে ওঠেছে এলাকায়বাসী সহ গোটা শহর।
দিয়া হত্যার বিচার কি পাবে না তার পরিবার?নাকি খুটির জোরে আবারও পার পেয়ে যাবেন সেই তথা কথিত ডাঃ নামের কাসাই ডিউক।এটাই এখন দেখার বাকী।
আপনার মন্তব্য লিখুন