ক্ষমা করে দিও আমাদের তোমাকে বাঁচাতে পারলাম না — আল- ফয়সল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
হ্মমা করে দিয়ো আমাদের
যানিনা তুমি
কোন বাবা মায়ের রাজ কুমারী
কিন্তু তোমাকে দেখে
কেউ আটকাতে পারেনি
তার চোখের পানি।
তোমাকে কেউ চিনুক না চিনুক
তুমি ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপালের
প্রতিটি মানুষের রিদয়ের দুলারি,
তোমাকে জাগানোর
কোনো চেষ্টাই যে বাদ রখিনি
তবু তুমি চোখ মেলোনি
তুমি বরই অভিমানী
তোমাকে বাঁচাতে পারিনি।
আপনার মন্তব্য লিখুন