মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুর্ধর্ষ গোলাপ ডাকাত অবশেষে গ্রেপ্তার….
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা গ্রামের দুর্ধর্ষ ডাকাত চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত (৫৫) কে অবশেষে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। আজ শনিবার বিকেলে তার নিজ গ্রাম জালশুকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোলাপ ডাকাতের গ্রেপ্তারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।
পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ২০০৯ সালে সংঘটিত বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের প্রবাসী শাহজাহান হত্যা মামলার মৃতু্দন্ডপ্রাপ্ত পলাতক আসামি জালশুকা গ্রামের গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাত আজ দুপুরে গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ তাকে একটি দোকান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এই দুর্ধর্ষ গোলাপ ডাকাতকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছিলনা। অবশেষে আজ তাকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়েছে।
আপনার মন্তব্য লিখুন