র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক উন্নত অধ্যাপক ফাহিমা খাতুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে অধ্যাপক ফাহিমা খাতুন, মহাপরিচালক(অবঃ) গ্রেড-১,মাউশি।
১২ অক্টোবর ঢাকা ছেড়েছি । উবায়দুল মোকতাদিরের বাইপাস সার্জারী হল ১৬ অক্টোবর দিল্লীর মেডানটা দ্যা মেডিসিটিতে। আজ ১২ দিন হল । আল্লাহর অশেষ রহমতে ও ভাল আছে । আপনারা আপনজন, রাজনৈতিক কর্মী, বন্ধুবান্ধব, প্রিয়জন যেভাবে খোঁজখবর রেখেছেন, কর্মী- সহকর্মীরা হসপিটাল পর্যন্ত প্রিয় নেতাকে দেখতে ছুটে এসেছেন এতে আমরা আবেগাপ্লুত ও কৃতজ্ঞ। এ বয়সে এসে ওপেন হার্ট সার্জারী আমরা যথেষ্ট ভয় পেয়েছিলাম। আল্লাহ রহমত করেছেন, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত, ডঃ নরেশ তৃহান নিজে অপারেশন করেছেন, দুই ভাগ্নে সর্বক্ষণ আমাদের সাথে ছিল , ব্রাহ্মণবাড়িয়া থেকে এতবেশি রাজনৈতিক সুহৃদরা এসেছেন – সবকিছু মিলিয়ে আমরা সাহস পেয়েছি । হাসপাতালটি ২০০৯-এর দিকে হয়েছে ।বিদেশী রোগীদের জন্য আলাদা ইন্টারন্যাশনাল পেসেন্ট অভ্যর্থনা কক্ষ, গেস্টহাউস রয়েছে । চিকিৎসা খরচও সাধ্যের মধ্যে। ওর অপারেশনের দিন দেখা পেলাম ইডেনের প্রাক্তন অধ্যক্ষ রওশন আপার। সেই দুঃসময়ে রওশন আপাকে পেয়ে খুব ভাল লাগল । দেখা হল মাউশি’র প্রাক্তন পিডি ও অতিরিক্ত সচিব আরেক আপনজন বনমালী ভৌমিক ও রাখী বৌদির সাথে, ধানমন্ডি বয়েজের এক শিক্ষকের সাথে । এই দুঃসময়ে সবাইকে পেয়ে খুব আপন মনে হয়েছে। ওর আইসিইউতে থাকার সময়টাতে রওশন আপা প্রতিদিন আমাকে সময় দিয়েছেন।বন্ধুরা আপনাদের দোয়ায় ভাল আছি। ইনশাল্লাহ সপ্তাহ দুয়েকের মধ্যে ফিরে আসব। আবারও সবার দোয়া চাই।
আপনার মন্তব্য লিখুন